বিলাল হোসেন: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্ব ধানখালী গ্রামের মৃত নরেন্দ্রনাথ সরকারের ছেলে প্রভাষ কুমার সরকার (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ৫ মে বুধবার বিকাল সাড়ে পাঁচটায় লিডার্স অফিসের পাশে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষ কুমার গ্যারেজ বাজার থেকে ভ্যানযোগে বাড়ির সামনে এসে নামেন এবং রাস্তা পার হওয়ার সময় একই দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল যার নাম্বার (খুলনা মেট্রো ল-১১-৩৩৬৬) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার উপরে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়ে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি আছেন। প্রভাষ কুমার সরকারের এই অনাকাঙ্খিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
The post মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুন্দরবন বালিকা বিদ্যালয়ের দপ্তরী প্রভাষ নিহত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nQr858
No comments:
Post a Comment