Sunday, May 23, 2021

সুনাম কমিটি তালার মাসিক সভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটি তালা উপজেলা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। স্বদেশ ও শারী’র সহযোগিতায় সুনাম কমিটির চলমান কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য, সাংবাকিদ রোজিনা গ্রেপ্তার, ঘূর্ণিঝড় যস এবং মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
রবিবার সকাল ১১টার দিকে তালার কপোতাক্ষ নদীর ধারে ইকোপার্কে উপজেলা সুনামের সভাপতি শেখ ইমরান হোসেনের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সুনামের সাধারণ সম্পাদক এসএম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম, বিএম বাবলুর রহমান, লিটন হুসাইন, কাজী জীবন, সুনামের সহ-সভাপতি শাহানাজ পারভীন, মানবাঅধিকার সম্পাদক পবিত্র বিশ^াস, কোষাধ্যক্ষ অভিজিৎ দত্ত, সদস্য মেহেদী হাসান স্বাক্ষর, পদ্মা দাস, চম্পা দাস, সিমলা দাস, পূর্ণিমা সরকার প্রমুখ।
মিটিংয়ে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় যস মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ও করণীয় সম্পর্কে আলোচনা এবং প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।

The post সুনাম কমিটি তালার মাসিক সভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vdYLAL

No comments:

Post a Comment