Thursday, May 27, 2021

পাইকগাছা শিববাটী ওয়াপদার রাস্তা কাটার অপরাধে ৫ জন আটক https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা ও শিববাটী ব্রিজের মধ্যবর্তী স্থানে ওয়াপদার রাস্তা কেটে পাইপ বসানোর কারণে ও বালি উত্তোলনের ঘটনায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় থানা পুলিশ লাঠিসোটাসহ ৫জনকে আটক করেছে। এঘটনায় পাইকগাছা থানায় মামলা হয়েছে।
পাইকগাছা থানার ওসি মো: এজাজ শফী জানান, বুধবার রাত ১২টা ৫৫ মিনিটে সময় পৌর সদরে শিববাটি রাস্তার উপর এঘটনার জন্য এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল থেকে বাঁশের লাঠিসোটাসহ হিতামপুরের আকবার গোলদারের ছেলে আলম গোলদার, (২০) মইনুল ইসলাম, শিববাটি জবেদ বিশ্বাসের ছেলে আদিল বিশ্বাস (৩৯) শিববাটি মৃত শওকত গাজীর ছেলে আজিজ গাজী (৫৬) চেঁচুয়ার আকবর সরদারের ছেলে আবজাল হোসেন (৫৬) কে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পঠিয়েছে।

The post পাইকগাছা শিববাটী ওয়াপদার রাস্তা কাটার অপরাধে ৫ জন আটক appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ft2btK

No comments:

Post a Comment