Monday, May 3, 2021

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা শাখার মাস্ক বিতরণ https://ift.tt/eA8V8J

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু প্রদত্ত মাস্ক বিতরণ করা হয়েছে।
সদরের বিভিন্ন ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে এই মাস্ক বিতরণ করা হয়। সোমবার সকালে পুরাতন সাতক্ষীরাস্থ সমিতির জেলা সভাপতির কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা সভাপতি গ্রাম ডা: মাহবুবুর রহমান। জেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মাস্ক গ্রহণ করেন গ্রাম ডা: দ্বীন দিপ্ত, গ্রাম ডা: নাসিরউদ্দীন, গ্রাম ডা: আব্দুল গফফার, গ্রাম ডা: আব্দুল ওহিদ, গ্রাম ডা: আকতার হোসেনসহ সদরের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সামনের সারিতে থেকে সাতক্ষীরার মানুষকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন জেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সদস্যবৃন্দ। এরই মধ্যে অনেক গ্রাম ডাক্তার করোনাকালীন চিকিৎসা সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবুও নিজ কর্তব্য থেকে পিছুপা হননি গ্রাম ডাক্তাররা। গ্রাম ডাক্তারদের এ অবদানের কথা স্মরণ রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এলেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামন বাবু। প্রেসবিজ্ঞপ্তি

The post বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাতক্ষীরা শাখার মাস্ক বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gUIkVL

No comments:

Post a Comment