বিলাল হোসেন: উপকূলীয় এলাকায় সুপেয় পানির অন্যতম উৎস হচ্ছে বৃষ্টি। এবছর সময়মত বৃষ্টি না হওয়ায় দুর্যোগপূর্ণ পরিবেশ, লবণ পানির প্রভাব, সুপেয় পানির উৎস না থাকার কারণে মানুষ এখন খাবার পানির চরম সংকটের মধ্যে রয়েছে।
শ্যামনগর উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে সুপেয় পানির চরম সংকট চলছে। পানি সংগ্রহের জন্য স্থানীয়দের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘপথ। সংকটকবলিত এলাকাগুলোর মধ্যে শ্যমনগর উপজেলার মুন্সীগঞ্জ ও কৈখালি ইউনিয়নের মানুষের সংকট সবচেয়ে বেশী।
এদিকে পানি সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সহযোগিতা ছাড়াও নিজেদের অর্থায়ানে যতীন্দ্রনগর মটর সাইকেল মালিক সমিতির উদ্যোগে একদল যুবক ধারবাহিক প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইঞ্জিন ভ্যানে ড্রাম বেঁধে মাইকে প্রচারের মাধ্যমে এলাকার বিভিন্ন প্রান্তে যেয়ে পানি বিতরণ করেছে।
যেখানেই পানির সমস্যা সেখানেই চলে যাচ্ছে সমিতির পানির গাড়ি। সমাধান করার চেষ্টা করছে পানির আভাব। কৈখালী গ্রামের পানি নিতে আসা ছফুরা খাতুন (৩০) বলেন, পানির জন্য হাহাকার চলছে কৈখালি ইউনিয়নের মানুষের মধ্যে। ঠিক সেই সময় প্রতিদিন সমিতির পানি পেয়ে সুপেয় পানির অভাব একটু কমেছে। সরকারিভাবে যদি একটু পানির ব্যবস্থা করত ভালো হত।
মুন্সীগঞ্জ আইটপাড়া গ্রামের মজি বেগম (৫০)বলেন, আমার জীবনে পানির এত অভাব দেখিনি। সরকারি কোন উদ্যোগ না থাকলে ব্যক্তিগতভাবে যতীন্দ্রনগর মটর সাইকেল মালিক সমিতি আমাদের প্রতিদিন পানি দিয়ে যাচ্ছে। মৌখালী গ্রামের আলামিন হোসেন বলেন, সমিতি প্রতিদিন সকাল সন্ধ্যা যেভাবে আমাদের পানি দিয়ে যাচ্ছে সেটা খুব ভাল।
যতীন্দ্রনগর মটর সাইকেল মালিক সমিতির সভাপতি রাসেল মাহমুদ বলেন, বৃষ্টি না হওয়ায় আমাদের উপকুলীয় এলাকায় তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। সেই সময় মানুষের পাশে প্রতিদিন আমরা সুপেয় পানি দিয়ে যাচ্ছি। এ কাযক্রম চলবে যতদিন মানুষের সুপেয় পানি না পাবে। আমাদের মত সবাইকে এগিয়ে আসার আহবান করছি।
মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, উপকুলীয় এলাকায় সুপেয় পানি সংকটে। স্থানীয় একদল যুবক মানুষের দ্বারে দ্বারে যেয়ে যেভাবে পানি দিয়ে যাচ্ছে তাদের কাযক্রম দেখে আমি ব্যক্তিগত ৬টা তিন হাজার লিটারের ড্রাম দিয়েছি। সর্বাধিক সহযোগিতার চেষ্টা করছি।
The post যতীন্দ্রনগর মটর সাইকেল মালিক সমিতি মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছে সুপেয় পানি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3h52vjO
No comments:
Post a Comment