আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার কোরআন অধ্যায়নরত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২মে) ১৯ রমজান চন্দনপুর দাখিল মাদাসা প্রাঙ্গনে অতিসম্প্রতি প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদরাসার ৭০জন কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ওই ইফতার অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সেখানে ১২জন শিক্ষার্থী পবিত্র কোরআন মজিদ মুখস্তরত রয়েছেন। বাকীরাও হাফেজ হওয়ার লক্ষ্যে কোরআন অধ্যায়নের পথে। শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
চন্দনপুর গ্রামের ৫টি জামে মসজিদের সভাপতি ও সেক্রেটারিসহ মাদরাসা কর্তৃপক্ষ ওই ইফতারের আয়োজন করেন।
দোয়ানুষ্ঠানে করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানানো হয়। একই সাথে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন চন্দনপুর দাখিল মাদরাসা ও হাফিজিয়া মাদরাসার সভাপতি এবং কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী বক্তা, লেখক ও গবেষক মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্যাহ, হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি আলহাজ্ব বায়েজিদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুস্তম আলী, সাবেক ইউপি সদস্য সাইদুর রহমান, শার্শার বাইকোলা মাদ্রাসার সুপার মাওলানা নাজমুল হুদা, চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আবু সাঈদ, চন্দনপুর হাইস্কুলের শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।
সেসময় মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী হাফেজ শিক্ষার্থীদের পরিধানের জন্য ছিটকাপড় প্রদান করেন।
The post কলারোয়ার চন্দনপুর দাখিল ও হাফিজিয়া মাদ্রাসায় ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইফতার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3xT49Ls
No comments:
Post a Comment