Thursday, May 27, 2021

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ১১ https://ift.tt/eA8V8J

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মিকশিমিল এলাকা হতে ৪৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী এবং রাজনগর এলাকা থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মিকশিমিল এলাকা থেকে মাদক ব্যবসায়ী শোলগাতিয়া গ্রামের আব্দুল¬াহ বিশ্বাস (২০) এবং মিকশিমিল গ্রামের জাহিদুল সরদারকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর এক অভিযানে ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় ঘোনা বান্দা গ্রামের সঞ্জয় মন্ডল(৪৫), হাজিবুনিয়া গ্রামের বিপ¬ব মন্ডল(৩৪) পেড়িখালী গ্রামের মিল্টন মন্ডল (৩১) মলয় মন্ডল (৩২), উলা গ্রামের হাসান গাজী (৩২), রাজনগর গ্রামের নৃপেন সরকার (৪০), ঠাকুর হালদার (৪২), পল্টু হালদার, রাজু হালদার (২৫)কে আটক করেন।

এসময় ধৃত জুয়াড়ীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম হিসেবে একসেট তাস, নগদ ১হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো: ওবাইদুর রহমান জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং জুয়া আইনে পৃথক দুটি মামলা হয়েছে এবং আসামীদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

The post ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ আটক ১১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34nb6qr

No comments:

Post a Comment