মঙ্গলবার বিকাল ৫টায় সাংবাদিক ঐক্যের পলাশপোলস্থ কার্যালয়ে প্রগতিশীল সাংস্কৃতিক জোটের উদ্যোগে বাংলাভাষার বিদ্রোহী কবি ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালন করা হয়।
‘অনিবার্য নজরুল’-শীর্ষক জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, নজরুলের জাতীয় ও আন্তর্জাতিক চেতনার মূল সূত্র ছিল ‘গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই/ নহে কিছু মহীয়ান।’ মানুষের প্রতি অপরিসীম দরদ থেকেই কবি মানুষকে নিয়ে ভেবেছেন, মানুষকে সকল বন্ধন থেকে মুক্তি দিতে জীবনের জয়গান গেয়েছেন। সকল বৈষম্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি কলম ধরে লিখেছেন-‘মহা-বিদ্রোহী রণক্লান্ত/আমি সেইদিন হবো শান্ত/যবে উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না/অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না/ বিদ্রোহী রণক্লান্ত…’
সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে লোককবি আমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে নজরুলের অপরিহার্যতা ও আগামী দিনের ভাবনা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, অধ্যাপক ইদ্রিস আলী প্রমূখ।
‘অনিবার্য নজরুল’ শিরোনামের কবিতা পাঠ করেন সুদয় কুমার ম-ল, ‘জাগো অনশন বন্দী ওঠো রে যত’ সংগীতটি পরিবেশন করেন মনিরুজ্জামান মুন্না। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গাজী শাহজাহান সিরাজ।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। প্রেসবিজ্ঞপ্তি
The post প্রগতিশীল সাংস্কৃতিক জোটের বিদ্রোহী কবি নজরুল জয়ন্তি পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2SouaSs
No comments:
Post a Comment