বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে কর্মসৃজন প্রকল্পের লোক দিয়ে জোরপূর্বক রেকার্ডিয় জায়গার গাছ ও ঘেরাবেড়া কেটে জমি দখলের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভুক্তভোগী গনেশ চন্দ্র দাস জানান, আমরা এখানে হিন্দু ও মুসলিম মিলে ৩টি পরিবার বসবাস করি। দীর্ঘ ৫০ বছর যাবত এই পথ দিয়ে চলাচল করি। সম্প্রতি শীতলা হরি মন্দিরের জায়গা নিয়ে মাপ-জরিপের ঝামেলা চলছিল। হঠাৎ মাপনজরিপ ছাড়া সোমবার সকাল ৭ টার দিকে ৫/৬ জন লোক হঠাৎ বাড়ির সামনে ঘেরাবেড়া ও গাছগাছালি কেটে জমির দুই হাত ভিতরে ঢুকে ঘেরাবেড়া শুরু করে।
এক পর্যায়ে আমি এবং আমার পরিবারের সদস্যারা বাঁধা দিলে কর্মসৃজন প্রকল্পের লক্ষ্মীপদ ঘোষ, রণজিত সরকার, আরশাদ আলী ও তরুণ ঘোষ, জহুর আলী বলেন, ভাড়াশিমলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নিরাঞ্জন কুমার ঘোষ আমাদেরকে কাজ করার জন্য পাঠিয়েছে। সেই অনুযায়ী আমরা এখানে কাজ করছি। এখানে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কী সমস্যা তা আমরা জানি না।
এব্যাপারে ইউপি সদস্য নিরাঞ্জন কুমার ঘোষের সাথে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি এ বলেন, পূর্ব নারায়ণপুর হরি মন্দিরের কাজ করার জন্য কর্মসৃজজন প্রকল্পের ৬জন লোক পাঠিয়েছিলাম। তবে মন্দির কমিটির লোকজন কর্মসৃজন প্রকল্পের লোকজন নিয়ে কী করেছে আমি জানি না। বিষয়টি নিয়ে মন্দির কমিটির সাথে যোগাযোগ করছি।
এবিষয়ে মন্দির কমিটির অরুন কুমার ঘোষ জানান, পার্শ^বর্তী লোকজনের সাথে জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল। তবে আমি ঘটনাস্থলে ছিলাম না, বিষয়টি দেখছি।
The post কালিগঞ্জে প্রকল্পের লোক দিয়ে জমি দখলের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3upwTYZ
No comments:
Post a Comment