বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ বেলা ১২টায় পার্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, যুব নেতা এড. নিত্যানন্দ ঢালী, আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে আজও পর্যন্ত স্থায়ীভাবে কোনো ভেড়ীবাঁধ নির্মাণ হয়নি। বন্যা-জলোচ্ছাসে বার বার এ উপকূলীয় অঞ্চলের মানুষরা ক্ষতিগ্রস্ত হয়। এক দিকে যেমন ফসলাদি নষ্ট হয়, অন্যদিকে গবাদি পশুসহ অনেক প্রাণি বন্যায় ভেসে যায়। এই উপকূলীয় অঞ্চলের মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষার করার জন্য স্থায়ীভাবে ভেড়ীবাঁধ নির্মাণ করতে হবে।
বক্তারা আরো বলেন, ইতোপূর্বে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশের কমিউনিস্ট (সিপিবি) সাধ্যমত সাধারণ মানুষদের সাহায্য-সহযোগিতা করেছে। একই সাথে দুর্যোগপূর্ণ সময়ে দুর্গতদের মাঝে সরকারিভাবে ত্রাণ সহায়তা প্রদানের দাবী জানান নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
The post উপকূলী অঞ্চলে স্থায়ী টেকসই ভেড়ীবাঁধ নির্মাণের দাবী জানিয়েছে সিপিবি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3hYy0MP
No comments:
Post a Comment