হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির সহকারী মহাসচিব মাওলানা জাফর আহমদকে সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফী ‘হত্যা মামলা’রও আসামি।
শনিবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “জাফর আহমদ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এর পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদিকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, ২৬ মার্চ হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জাফর আহমদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। সেই নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার মামলা ছাড়াও হেফাজতের সাবেক আমির শাহ আহমদ শফী হত্যা মামলার আসামিও তিনি।
গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় হাঙ্গামার মধ্যে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর মৃত্যু হয়। শফীকে ‘হত্যা করা হয়েছে’ বলে ডিসেম্বর মাসে মামলা করেন তার শ্যালক মাওলানা মাইনউদ্দিন।
গত ১২ এপ্রিল মামলাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করে পুলিশের অপরাধ তদন্ত সংস্থা পিবিআই। এতে শফীকে হত্যার প্রমাণ পাওয়া গেছে। এই মামলায় হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ মোট ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।
The post শফী ‘হত্যা’র আসামি হেফাজত নেতা জাফর গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ucdSdl
No comments:
Post a Comment