Friday, May 21, 2021

সপ্তদ্বীপার সাহিত্য আসর https://ift.tt/eA8V8J

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। ২১ মে সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপত্বি করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশগ্রহণ করেন কবি মোড়ল কওসার আলী, সুশান্ত বিশ্বাস, কবি এমএ বারিক, কবি রোজী সিদ্দিকী, শেখ রেজাউল ইসলাম, শেখ নাহিদ নির্জন নিল, বিষ্ণু বিশ্বাস অভিজিৎ রায় প্রমুখ।

The post সপ্তদ্বীপার সাহিত্য আসর appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3oBeHdX

No comments:

Post a Comment