Saturday, May 1, 2021

কলারোয়ায় বসতবাড়িতে জীবন্ত গাঁজা গাছ! আটক ১ https://ift.tt/eA8V8J

আরিফ মাহমুদ, নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক বসত বাড়ির আঙিনা থেকে জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খাসপুর গ্রামের আবু তালেব সরদারের বসত বাড়ির আঙ্গিনা হতে ৬ ফুট উচ্চতার ওই গাঁজাটি উদ্ধার করা হয়। সেসময় বাড়ির কর্তা আবু তালেবকে পুলিশ আটক করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে গাজা
চাষী আবু তালেবকে আটক ও গাঁজা গাছ জব্দ করা হয়। এই ঘটনায় ২০১৮ সালের মাদক দ্রব্য আইনে ৩৬/১এর ১৮ এর ক ধারায় আবু তালেবকে আসামি মামলা করা হয়েছে। যার নং-০১।’

‘শনিবার দুপরে আটক আসামিকে সাতক্ষীরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে’ বলে ওসি জানান।

The post কলারোয়ায় বসতবাড়িতে জীবন্ত গাঁজা গাছ! আটক ১ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3vymIlX

No comments:

Post a Comment