সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে রাস্তার পাশে লাগানো সরকারি গাছের ডাল ভেঙ্গে অসহায় পরিবারের বসতঘর ভেঙ্গে পড়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে (২৩ মে) রবিবার গভীর রাতে।
ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে জানা যায় যে, গত রবিবার গভীর রাতে বেড়বাড়ি গ্রামের মৃত মোহর আলী বিশ^াসের পুত্র আজিত বিশ^াস (৪০) নামে অসহায়, দিনমজুরের টিনের ছাউনি দেওয়া একমাত্র মাথা গুজার ঠাই বসত ঘরের উপর রাস্তার পাশে লাগানো সরকারি শিশু গাছের বড় আকৃতির ডাল পড়ে ঘরের দেওয়াল ফাটলসহ টিনসেট ভেঙ্গে গুড়িয়ে যায়।
অসহায় পরিবারের এক মাত্র সম্বল এই টিনের ঘরটি। তিনবেলা ঠিকমত খাওয়া না জুটলেও রাতে পরিবারের সদস্যদের নিয়ে মাথা গুজার ঠাইটুকুও হারালো অসহায় পরিবারটি। আর তাই দিনে রোদের তাপ সহ্য করা ও বৃষ্টি হলে রাত জেগে বসে থাকা ছাড়া তাদের কোন উপায় নেই। অসহায় পরিবারটি তাদের বসত ঘর সংস্কারের জন্য আর্থিক সাহায্যের আবেদন করেছেন সরকারী প্রতিষ্ঠানসহ সমাজের আর্থিক সাহায্যকারী ব্যক্তিদের কাছে। প্রেসবিজ্ঞপ্তি
The post ধুলিহরে রাস্তার সরকারি গাছের ডাল ভেঙ্গে বসতঘর ভাংচুর appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fehQx6
No comments:
Post a Comment