Wednesday, May 5, 2021

আশাশুনির খাজরার ডজন মামলার আসামী বোমারু রমজান গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি: আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের বহুল আলোচিত বোমা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বোমারু রমজান আলী মোড়ল অবশেষে পুলিশের খাচায় বন্দি।

বুধবার সন্ধ্যায় আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীরের নেতৃত্বে এএসআই পূর্ননন্দ হরি ও নাজিম উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত বোমা মামলার আসামী রমজান আলী মোড়লকে উপজেলার কুল্যা মোড় থেকে গ্রেপ্তার করে।

উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের সুন্দর আলী মোড়লের পুত্র রমজান আলী মোড়ল এলাকায় দীর্ঘদিন ধরে ঘের দখল, সংখ্যালঘু সম্প্রদায়ের জমিদখল ও নারী কেলেংকারীসহ এলাকায় ত্রাশের সৃষ্টি করে চলেছিল।

তার নামে বিভিন্ন অপকর্মের ডজন খানিক মামলা রয়েছে। অবশেষে পুলিশের হাতে বোমারু রমজান গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ^াস ফিরে পেয়েছে। থানা সুত্রে জানাগেছে জিআর ২৩১নং মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রমজান আলী। এলাকাবাসী জানান রমজান আলী মোড়লের বিরুদ্ধে আশাশুনি থানায় ডজন খানেক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রমজান থানা হাজতে আটক ছিল।

The post আশাশুনির খাজরার ডজন মামলার আসামী বোমারু রমজান গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tuGQnT

No comments:

Post a Comment