Saturday, May 22, 2021

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন https://ift.tt/eA8V8J

 

আল-আসকা মসজিদে হামলা ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টি। শনিবার বেলা ১১টায় শহরের শহীদ নাজমুল সরণীতে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে ও সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন কুমার শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, জেলা কমিটির সদস্য মফিজুল হক জাহাঙ্গীর, কলারোয়া উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, তালা উপজেলা সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসরাঈল দীর্ঘ ১০০ বছর ধরে নৃশংস হত্যা, নির্যাতন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। ইসরাঈলী বর্বরতায় নারী শিশুসহ বহু নিরাপরাধ মানুষের প্রাণ গেছে। সম্প্রতি বিমান হামলা চালিয়ে ২৬৫ জন মানুষ হত্যা করেছে। এদের মধ্যে ৬৫ জন শিশু ছিলো। এছাড়া আল আকসা মসজিদে নামাজরত মুসুল্লীদের উপর হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে। যুগ যুগ ধরে চলমান ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি সমর্থন জানান।

 

The post ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান চেয়ে সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3yyEtUq

No comments:

Post a Comment