Sunday, May 2, 2021

দলুয়া টু পাটকেলঘাটা রাস্তাটির বেহাল অবস্থা https://ift.tt/eA8V8J

খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: তালা উপজেলার দলুয়া টু পাটকেলঘাটা প্রায় ১০ কি: মি: রাস্তাটি কোন জায়গায় আস্ত নেই। পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হলেও দেখার কেউ নেই। উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়কটির এমন বেহাল অবস্থা। রাস্তাটিতে ২৪ ঘন্টা মানুষসহ ভারী যানবাহন চলাচল করে থাকে। বিশেষ করে ট্রাক ও ইটভাটার ভারী গাড়ী চলাচলের কারণে রাস্তাটির পিচ উঠে গিয়ে এই গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে দলুয়া থেকে পাটকেলঘাটা যেতে যেখানে আধা ঘন্টা সময় লাগে সেখানে ২ ঘন্টা সময় লাগছে। তাছাড়া প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এই রাস্তায় বিশেষ করে টিকারামপুর, খলিষখালীর, পুদ্দারপাড়া, হরিতলা মোড়, খলিষখালীর হাইস্কুলের সামনে হাজরাপাড়া বাজার, হাজরাপাড়া মাদ্রাসা এরিয়ার সামনে ইসলামকাটি হতে আচিমতলা পর্যন্ত এবং আচিমতলা থেকে ওভার ব্রিজ পর্যন্ত রাস্তাটি কোথাও আস্ত নেই। এ ব্যাপারে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

The post দলুয়া টু পাটকেলঘাটা রাস্তাটির বেহাল অবস্থা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3gVzKpD

No comments:

Post a Comment