সংবাদদাতা: পাটকেলঘাটায় সরুলিয়ার সৈয়দপুর গ্রামের সরকারি খাল ও স্থানীয়দের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘের তৈরীর অভিযোগ উঠেছে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক কল্যাণ কুমার ঘোষের বিরুদ্ধে। তিনি সরুলিয়া গ্রামের মৃত নগেন ঘোষের ছেলে। এলাকাবাসি জানায়, তালা উপজেলার পাটকেলঘাটা থানার সৈয়দপুর গ্রামের সরকারি পিচের রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রবাহমান খালের মুখ বেঁধে ও পাশের রেকর্ডীয় সম্পাত্তি জোরপূর্বক দখল করে ঘের তৈরী করছেন সরুলিয়া গ্রামের কল্যাণ কুমার ঘোষ। জমির মালিকরা ডিড না করে দিলেও জোরপূর্বক বেড়িবেঁধে নিয়েছেন তিনি। বর্ষা মৌসুমে ওই এলাকার ৮-৯টি গ্রামের পানি চলাচলের পথ বন্ধ করে এই বেড়িবাঁধ দেয়া হয়েছে বলে এলাকাবাসি জানান।
আগামী বর্ষা মৌসুমে ফসল ও বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কায় ফুঁসে উঠেছে ঐ এলাকার মানুষ, করেছেন মানববন্ধন। প্রতিকার চেয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন তারা। সৈয়দপুর গ্রামের আলমগীর হোসেন (৪১), মোশারাফ হোসেন (৩০), হাতেম বৈদ্য (৫৫), মিহির কুমার ঘোষ (৭০), আশিষ কুমার ঘোষ (৩৫) ও মৌলুদা বেগম (৩৮) জানান, সম্পূর্ণ গায়ের জোরে সরকারি খালের মুখ ও আমাদের জায়গা দখল করে ঘের তৈরী করছেন। এখানে তারও অল্প জমি আছে। পিচের রাস্তা তৈরীর সময় তার ওই জমি থেকে বালু বিক্রি করলে নিচু হয়ে যায়। এখন সেই জায়গাসহ অন্যদের জায়গা দখল করে ঘের করছেন তিনি। প্রতিকার চেয়ে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী এলাকাবাসি। এবিষয়ে জানতে চাইলে কল্যাণ কুমার ঘোষ বলেন, আমি কোনো খালের মুখ বন্ধ করিনি। তারা অন্যায়ভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে। পাটকেলঘাটা থানার ওসি এলাকা পরিদর্শন করেছেন।
The post পাটকেলঘাটায় আ’লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক ঘের দখলের অভিযোগ: জনমনে ক্ষোভ! appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gWy13p
No comments:
Post a Comment