Wednesday, May 5, 2021

তালায় রাজনৈতিক বেড়াজালে আটকে গেছে মসজিদের কমিটি গঠন https://ift.tt/eA8V8J

 

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক বেড়াজালে আটকে গেছে তালা উপজেলার আটারই রহমানিয়া জামে মসজিদের কমিটি গঠন। এ নিয়ে সাধারণ মুসাল্লিদের মধ্যে চলছে চাপা উত্তেজনা। জানা গেছে, তালা উপজেলা সদরে আটারই গ্রামের মোড়লপাড়া রহমানিয়া জামে মসজিদটি প্রতিষ্ঠার কয়েক বছর পর জনৈক এক প্রবাসী নিজ খরচে এই মসজিদটি আধুনিকায়ন করেন এবং বিগত মসজিদ কমিটির ফান্ডে থাকা টাকা দিয়ে মসজিদের ফ্লোরে টাইলস বসানো হয়।
তারপর গত সাত আট বছর ধরে এই মসজিদ কমিটিতে মো: আব্দুল আজিজ মোড়লকে নামমাত্র সভাপতি রেখে আব্দুর রহিম সহ-সভাপতি পদে দখল করে বসে আছেন। আব্দুর রহিম সহ-সভাপতি হলেও সর্ব দায়িত্ব পালন করেন তিনি নিজেই। মসজিদটির মধ্যে নিজের জন্য থাকার স্থান বানিয়ে বাসা-বাড়ির মতো ব্যবহার করছেন। সম্প্রতি আব্দুর রহমানের কাছে গত শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদে থাকা সকল মুসুল্লিরা বিগত বছরগুলোর আয় ব্যয়ের ও মসজিদের গাছ বিক্রি করা লক্ষাধিক টাকার হিসাব চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন।
এ বিষয়ে মোড়লপাড়া রহমানিয়া জামে মসজিদের মুসুল্লিরা জানান, মসজিদের মতো পবিত্র স্থানে নিজেদের বাসভবনে পরিণতসহ কোন হিসাব-নিকাশ না দেওয়া, নিজের ইচ্ছামত মসজিদ পরিচালনা করে চলেছেন আব্দুর রহমান। আমরা তার বিরুদ্ধে কথা বলতে গেলে জামায়েত-বিএনপি দোসর বলে বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছেন। সেই ভয়ে এখন অনেক মুসাল্লি এখন আর মসজিদে নামাজ পড়তে আসেন না।

The post তালায় রাজনৈতিক বেড়াজালে আটকে গেছে মসজিদের কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3elLEr5

No comments:

Post a Comment