Saturday, May 1, 2021

কালিগঞ্জের গণপতি গ্রামে লিচু গাছ থেকে পড়ে মেধাবী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে লিচু পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে শেখ শাহরিয়ার ইসলাম সানি (১৭) নামে এক মেধাবী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে ও কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ আলাউদ্দীন সোহেল জানান, শেখ শাহরিয়ার ইসলাম সানি শুক্রবার বেলা ১০ টার দিকে বাড়ির গাছে লিচু পাড়তে যেয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে চিকিৎসকের পরামর্শে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে কর্তব্যরত চিকিৎসক শেখ শাহরিয়ার ইসলাম সানিকে মৃত ঘোষণা করেন। শনিবার বাদ মাগরিব গণপতি গ্রামে টুলুর দোকানের সম্মুখে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। অত্যন্ত ন¤্র, বিনয়ী ও মেধাবী কলেজ ছাত্র সানি’র মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

The post কালিগঞ্জের গণপতি গ্রামে লিচু গাছ থেকে পড়ে মেধাবী কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3eP817i

No comments:

Post a Comment