Sunday, May 2, 2021

শ্যামনগরে কিশোরীদের মধ্যে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ https://ift.tt/eA8V8J

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শনিবার সকালে শ্যামনগর উপজেলায় নির্ভিক কৈশোর ক্লাবের আয়োজনে নকশীকাঁথার হল রুমে নির্ভিক টিভির সহযোগিতায় বৈশি^ক মহামারী করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্ত ২০জন কিশোর-কিশোরীকে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ করা হয়।
সামাজিক দূরত্ব বজায় রেখে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের জেলা লিডার ঐশ^র্য্য কর্মকারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ করেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, শিক্ষক ও সাংবাদিক রনজিৎ বর্মন। এসময় বক্তারা কিশোর- কিশোরীদের করোনাকালিন স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে বলেন এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করেন।
প্যাকেজ পেয়ে কিশোর-কিশোরীরা নির্ভিক টিভি ও স্বর্ণ কিশোরীর প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

The post শ্যামনগরে কিশোরীদের মধ্যে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aUxP0A

No comments:

Post a Comment