পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্ণিমার প্রবল জোয়ারের পানির চাপে ২৭ কিলোমিটার ওয়াপদার বেঁড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে প্রায় ২ হাজার পরিবার ক্ষতিগগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে উপজেলায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘূর্ণিঝড় ইয়াস শেষে গভীর নি¤œচাপ সৃষ্টি হওয়ায় উপকূল এলাকায় দমকা বাতাসসহ মাঝে মাঝে ভারি বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জোয়ারের পানি ২-৪ ফুট বৃদ্ধি পাচ্ছে।
জানা যায়, বুধবার দুপুরের জোয়ারে উপজেলার ১০টি ইউনিয়ন একটি পৌরসভার প্রায় ২৭ কিলোমিটার ওয়াপদার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে এলাকায় পানি প্রবেশ করে। যার মধ্যে সোলাদানা, দেলুটি, গড়ইখালী, কপিলমুনি, লতা ইউনিয়নে বিভিন্ন এলাকা ভেঙে ও ওয়াপদার বেঁড়িবাঁধ উপছে পানি প্রবেশ করে পাবিত হয়। এর মধ্যে সোলাদানা ইউনিয়নে সর্বাধিক ৬ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান, উপজেলায় ৬৬০ হেক্টর চিংড়ি ঘের প্লাবিত হয়ে ১ কোটি ১৫ লাখ টাকার চিংড়ি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় এসময় ক্ষেতে তেমন কোন ফসল না থাকায় কৃষি ক্ষেত্রে তেমন কোন ক্ষতি হয়নি, তবে দেলুটি ও গড়ইখালী ইউনিয়নে ১ হেক্টর জমিতে লবণ পানি উঠে আউশ ধানের বীজতলা নষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, পূর্ণিমার জোয়ারের পানিতে বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়ে ২ কোটি ৭৫ লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ চলছে। তাদের পুনর্বাসনের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। সার্বক্ষণিকভাবে সতর্কতার সাথে সবকিছু দেখা হচ্ছে। যুগযুগ ধরে টেকসই বেঁড়িবাঁধের জন্য আবেদন নিবেদন করে আসলেও অদ্যাবধি ওয়াপদার বাঁধ রক্ষায় তেমন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে এমনিভাবে বাঁধভেঙ্গে ক্ষতি শিকার হচ্ছে উপকূলবাসী।
The post পাইকগাছায় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে ক্ষতি প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3fInaYs
No comments:
Post a Comment