তিনি শুধু বিয়েই ভাঙেন আর প্রেম করে বেড়ান- এই ধারণার মূলে কুঠারাঘাত করে বসিরহাটে কোভিড রোগীদের জন্যে একটি সেফ হোম খুলে ফেললেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান রুহি। নুসরাত নিজেই জানাচ্ছেন, এই সেফ হোমে এখন ৮৭টি বেড আছে।
প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবে, ঈশ্বর কিংবা আল্লার কাছে প্রার্থনা যেন তার দরকার না হয়, জানিয়েছেন নুসরাত। এই সেফ হোমে আছে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, ডাক্তার, নার্স, আছে কমিউনিটি কিচেনও। সব ব্যয় করেছেন নুসরাত। বসিরহাট পলিটেকনিক কলেজে এই সেফ হোম।
নুসরাত বাড়িতে থেকে সব কিছুর তদারকি করছেন ফোন ও ভিডিও কলে।
ছোট বোন নুজাতকে মিস করছেন নুসরাত। বোন থাকলে এই কর্মকা-ে অংশ নিতো, সে ব্যাপারে নিশ্চিত নুসরাত। নুজাত এখন উচ্চ শিক্ষার জন্যে কানাডায় আছে। নুসরাত বললেন, কানাডা অনেক নিরাপদ কোভিড থেকে। তাই ওর জন্য চিন্তা নেই। শুধু গত লকডাউন এর কথা মনে পড়ছে। আমরা একসঙ্গে রান্না করতাম… স্মৃতি সতত সুখের, বুঝছেন নুসরাত।
The post বসিরহাটে নুসরাত জাহানের সেফ হোমে শ্বাস নিচ্ছেন ৮৭ কোভিড রোগী appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/348ILnR
No comments:
Post a Comment