শেখ তাসকিনুর রহমান
আমার বাংলা, সবার বাংলা
মোদের বাংলাদেশ,
এই বাংলার ইতিহাসে
মুজিবের অবদান নাইকো শেষ।
বঙ্গ আমার জননী আমার
মুজিব জাতির পিতা,
তাঁরই অতীতে মুখ তুলে দেখি
প্রাণটুকু মোর বৃথা।
মুজিবের ভাষণ চেয়ে দেখি যত
বাংলার জয়গান,
সেই সাথে তিনি গেয়ে গিয়েছেন
বাংলার স্লোগান।
তাঁরই জন্য বাংলাদেশ এখন
বিশ্বের বুকে চলমান,
১৭ মার্চে জন্মগ্রহণ করেন
শেখ মুজিবুর রহমান।
প্রতি বছর নতুন রূপে
ফিরে আসে সেই দিন,
আসে মোদের শেখ মুজিবের-
শুভ জন্মদিন।
আবার আসিবে ফিরে
বার বার যায় ঘুরে,
২০২০ সনে আসিলো নতুন রূপে,
মুজিব বর্ষ ঘিরে।
The post মুজিব বর্ষ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2FZLmrE
No comments:
Post a Comment