হাবিবুর রহমান
উপকূল জুড়ে যে সব মানুষের বহু কাল থেকে বসবাস
নোনা পানির নোনা আঘাতে তাদের সব স্বপ্ন শ্যাষ
ভঙেছে বাঁধ ডুবেছে ক্ষেত সুপেয় জলাধার বিস্তীর্ণ মেঠ পথ সব
হাট-বাজার লোকালয় কোথাও নইে কলরব
ফসলের ক্ষেত বসত ভিটা দৃষ্টির সীমানায় চারিদিকে জল থৈথৈ
এত জল তবু বুক ফাটে তৃষ্ণায় খাবার জল পাবো কই?
নিরন্ন মানুষের বুকফাটা হাহকার ক্রন্দন সুর ভাসে আকাশে বাতাসে
দিগন্ত জুড়ে প্রলয়ের ক্ষত নারকীয় যন্ত্রণায় বুভুক্ষ প্রাণ ছোটে উর্দ্ধশ^াসে,
কোথাও নেই একটু আশ্রয় সীমাহীন দূর্ভোগ পায়ে পায়ে
চারদিকে শুধু হাহাকার ধ্বনি এ গাঁ থেকে ও গাঁয়ে।
উপকূল জুড়ে ঝড় আসে জলোচ্ছাস নিয়ে সাথে ভাঙে নদীর কূল-জীবনের ঠিকানা
এখানে শুধু ভাঙা গড়ার খেলা চলে রাত দিন তাই স্বপ্ন সাজাতে মানা।
কতো বাহারী নামের গ্রাম গুলি সব প্রকৃতির অবদান
আজ সেখানে পিশাচের ছোবল, চির সবুজ? চির দিনের তরে ম্লান।
বছর বছর জোয়ারের তোড়ে ভাসে ভঙ্কুর ক্ষয়ে যাওয়া বাঁধের শেষ চিহ্ন টুক
তার দেহে জোটেনা মাটির জোড়া, তাই ভেসে যায় শেষ বাঁধ, নামে অশেষ দুঃখ।
সুখ নেই কারো মনে, শান্তি? সেই কবে গেছে চলে
সংসার এখন ওয়াপদার বাঁধে দু চালা খুপরির তলে।
যত প্রাণ আছে তাদের, এসেছে আনন্দের ছলে এই ধরায়
ধুসরিত ক্ষুধিত ব্যাথাতুর তারা দু:খ ব্যাধি জরায়।
The post শূন্য ভিটায় নোনা প্লাবন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/332Xj8z
No comments:
Post a Comment