Friday, September 25, 2020

হারাতে শিখেছি https://ift.tt/eA8V8J

আবুল কাশেম

আমাকে দ- দাও, আমি মেনে নেব,
এমনকি মৃত্যুদ-ও,
তবে আমাকে বিষণœতা দিও না।
আমার অনুভূতিকে হেলা না ভেলা বানিয়ে ভেসেছ বুঝিনি,
বুঝেছি অন্ধ মোহের আবেশে কেটেছে কিছু সময়
তোমার রাজ্যময় গদ্যে পদ্য আনার কৌশল বুঝিনি
বুঝেছি ধোয়াশা ধোয়াশা আর চারিদিক বাষ্পময়।
ভাগ করা সুপ্রসন্নতা তোমার জন্য রাখিনি একপ্রহরও,
স্বপ্নালোকেও ঠাঁই নেই তোমার বর্ণিল অনুভূতির
আমি নিজেকে গুছিয়ে নিয়েছি বড্ড কষ্ট করে
ঘুটঘুটে অন্ধকারে বেধেঁছি বাসা।
শয়ন ছাড়া সেখানে কোনো কাজ নেই।
অনাগত ভবিষ্যতের বীজ বোনারও মাটি নেই
যেখানে সূর্যালোক নেই, তাই ছায়াও নেই
তোমার অশরীরি আত্মার
পদ্মপুকুরের পানি কমিয়েছি হাঁটু অবধি
যাতে তুমি ডুব দিতে না পারো
আমার কষ্টের সীমানায়।
চোখকে খুলে রেখেছি অবিরত অবিরাম
যাতে তুমি আশ্রয় না পাও
আমার অগোছাল উর্দ্ধমুখী নীলিমায়।
আমি তোমাকে ঘৃণা করতে শিখেছি
যতটুকু অনুরাগ ছিল, ঠিক তার বিপরীত
ক্ষয়িষ্ণু হৃদয়ে বিষ জ্বালাতে শিখেছি
যতটুকু তৃষ্ণা ছিল, ঠিক তার বিপরীত
আমি তোমাকে ভুলতে শিখেছি
যতটুকু স্মৃতি ছিল ঠিক তার বিপরীত
আমি তোমাকে হারাতে শিখেছি
যতটুকু শঙ্কা ছিল ঠিক তার বিপরীত।

The post হারাতে শিখেছি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2Ger6lF

No comments:

Post a Comment