Friday, September 25, 2020

বঙ্গবন্ধুর অবদান https://ift.tt/eA8V8J

রাইসা তাবাস্সুম

মুজিব আমার, বাংলা আমার
মুজিব জাতির পিতা।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম নিলেন খোকা।
বাংলার মানুষের দু:খে কষ্টে কাঁদে তাঁর মন,
প্রাণ দিয়েও রক্ষা করবেন বাংলার মানুষের জীবন।
লাখ শহীদের রক্তে রাঙা মোদের বাংলাদেশ,
বাংলাদেশের স্বাধীনতায় মুজিবের অবদান নাইকো শেষ।
বাংলার দিকে মুখ চেয়ে দেখি, দেখি মুজিবের মুখ,
বাঙালির মনে আছেন তিনি সর্বসারাক্ষণ,
যতদিন রবে বাংলার মাটি, বাংলার নদী বহমান,
ততদিন রবে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান।

The post বঙ্গবন্ধুর অবদান appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3i6YzvE

No comments:

Post a Comment