কবির কাঞ্চন
কেমন আছ তুমি?
একথা এখন আর বলি না।
কেননা তোমার হৃদয়ের আকুতি নিয়েই তো
আমার মিছামিছি বেঁচে থাকা।
আমার শ্বাস-প্রশ্বাসে তুমি এসে
দেহমন শীতল করে
অন্যরকম স্পর্শ দিয়ে
আবার নিঃশ্বাসে হারিয়ে যাও।
তুমি তো দেহের নয়
আমার আত্মার আত্মীয়।
মনে পড়ে?
কলেজ জীবনে তোমার আমার পাগলামোর কথা।
তুমি কথায় কথায় আমাকে পাগল বলতে।
আর আমি তোমার সেই পাগল বলার স্বরের মাঝে
কী যেন সুখ খুঁজে বেড়াতাম।
তুমি আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে থাকতে।
তখন আমি তোমাকে ছুঁতে চাইতাম।
তুমি ভালোবাসার ছলে আমাকে বোঝাতে
এখন না আরও পরে।
সেই পরে শব্দটাই আমাকে এখনও
তোমার অপেক্ষায় রেখেছে।
The post আত্মার আত্মীয় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/36621nU
No comments:
Post a Comment