Friday, September 25, 2020

বঙ্গবন্ধু শেখ মুজিব https://ift.tt/eA8V8J

ভগিরথ দাস বাবু

চালাও হে মহারথী,
যে পথে ছিনিয়েছে লাল সবুজের পতাকা ,
বহু প্রাণের দাবিতে আগলে রেখেছি তোমার স্বপ্নের বাংলা।

তোমার আহবানে তিমির দুর্গম পথে চলা বন্দুর,
উদিত কাক্সিক্ষত সূর্যের আশা ভরা সোনালি রোদ্দুর।

আবার ধ্বনিত করো শোনাও মহামন্ত্র উদ্দীপ্ত এ রণক্ষেত্রে,
সেই আকুণ্ঠ বর্জিত ভাষণ প্রস্ফুটিত শিশু যুবকের হ্রদে।

তোমার প্রদীপ্ত শিখা আজও নিভেনি,
তোমার অসমাপ্ত কাজ আজও থেমে থাকেনি।

থেমে থাকেনি তোমার পথে চলার শেষ,
ঐ সত্যের দুর্গম, দুর্লভ পথে নেই আকুঞ্চন বিদ্বেষ।

তোমার দিক্ষিত সতীর্থরা প্রস্তুত রাখতে জীবন বাজি ,
হতে দেয়নি তোমার ত্যাগের বাংলাকে শোষণের বন্দী।

ভুলিনি তোমার ঐ উদাত্ত আহ্বান,
থেমে থাকেনি রাজপথে প্রাণ বাজির সংগ্রাম।

নির্যাতন, অনাচার, দু:খ-জরা, হৃদ কাঁপা বেদনাদায়ক,
শোষণের বিরুদ্ধে ফিরে এসো হয়ে যুদ্ধের সেনানায়ক।

শত মৃত্যুকে জয় অসীম সাহস জাগ্রত নবীন বুকে,
ঐ জ্বালাময়ী ভাষণ জাগ্রত করে নিদ্রিত তরুণ-তরুণীকে।

মাতৃভূমি ,ভাষা রক্ষায় ধনী-গরীব কিবা কুলীন,
হতে দেয়নি শহীদের রক্তে এতোটুকু মূল্যহীন।

দূরদৃষ্টি ভবিষ্যৎ কল্পনায় কল্পিত নয় সমর সাজ,
তোমার দীক্ষিত থেমে নেই প্রতিবাদী তরুণ সমাজ।

হারাতে দেয়নি বাঙালির অধিকার ন্যায্য,
ডুববে না ঐ শহীদের রক্তিম স্বাধীনতার সূর্য।

প্রাতের দুয়ারে অস্ফুট কলিকার সতেজ সজীব,
ঐ অগ্নিমন্ত্রে দাবানলের মতো ফুঁস্কে উঠেছে এক একটি মুজিব।

তোমার স্বপ্নের বাংলাদেশ হবে স্বপ্নের নগরী ,
শূন্যতা অনুভব করি তুমি বিনে এক কান্ডারী।

The post বঙ্গবন্ধু শেখ মুজিব appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3mS6Nvn

No comments:

Post a Comment