Thursday, September 24, 2020

জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিস্কাশনের দাবীতে ৪ ইউনিয়নের মানুষের অবস্থান কর্মসূচি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিস্কাশনের দাবীতে সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়নের পানিবন্দী মানুষ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগি পানিবন্দী সহ¯্রাধিক মানুষ উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এলাকাবাসী নাহিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক ও বিকাশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়ের খাল খননের অনেক আগেই খালে বেঁড়িবাধ দিয়ে পানি নিস্কাশনের পথ বন্ধ করে দেয়ায় সাতক্ষীরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষনে পানিতে নিমজ্জিত হয়েছে বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘের ও পুকুর। গবাদি পশু ও হাঁস-মুরগী রাখার জায়গা টুকু পর্যন্ত নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তাও। জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছেন ৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ। বক্তারা বলেন, শুকনা মৌসুমের আগেই প্রাণ সায়ের খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বক্তারা এ সময় অবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়ের খালের উপর দেওয়া বাঁধ কেটে পানি নিস্কাশন করার জোর দাবী জানান।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

The post জলাবদ্ধতা থেকে মুক্তি ও পানি নিস্কাশনের দাবীতে ৪ ইউনিয়নের মানুষের অবস্থান কর্মসূচি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2RVcoTn

No comments:

Post a Comment