Thursday, September 24, 2020

সর্বহারা পার্টির পরিচয়ে তালায় ১০ জনের কাছে চাঁদা দাবি: থানায় জিডি https://ift.tt/eA8V8J

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সম্প্রতি সর্বহারা পার্টি পরিচয়ে অন্তত ১০ জনের কাছে চাঁদাদাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। প্রতিকার চেয়ে হুমকির শিকার তিনজন তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মাজেদ আলী গাজীর ছেলে কৃষ্ণকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছাদুল হক জানান, গত ২১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বার মোবাইল থেকে তাকে ফোন করা হয়। এ সময় অবসরপ্রাপ্ত ‘মেজর জিয়া’ নামের এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির চেয়ারম্যান পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা পাঠাতে ০১৭০০৫৯১২০৮ নাম্বারটি (বিকাশ) দেওয়া হয়। এসময় দাবিকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে, কত দিতে পারবেন এটা জানতে চান ওই ব্যক্তি। আবারও অপরাগতা প্রকাশ করলে তাঁকে গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিষয়টি তিনি প্রধান শিক্ষককে অবহিত করে তার পরামর্শে তালা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলান্ডা গ্রামের মৃত শৈলন্দ্র নাথ দাশের ছেলে ও তালা সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রদর্শক সন্তোষ কুমার দাশ জানান, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বারের মোবাইল থেকে একই পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত ২ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ০১৭০০৫৯১২০৮ নাম্বার ফোনে দ্রুত ২০ হাজার টাকা বিকাশ করতে বলেন তিনি। আর টাকা বিকাশ না করলে জীবননাশেরও হুমকি দেওয়া হয়েছে। এঘটনায় তিনি ওইদিনই তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

তালা সদর ইউনিয়নের বারইহাটী গ্রামের মৃত মজিদ মোড়লের ছেলে ও জেঠুয়া জাগরাণী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রব জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় ০১৭৪৫৭৮১০৭৬ নাম্বারের মোবাইল ফোন থেকে একই পরিচয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। ২৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার সময় আবারও ০১৭০১৮৭৪৬৬৮ নাম্বার থেকে ফোন করে বলে আমার ছেলে জেলে আছে। তাদের ছাড়াতে টাকা লাগবে, তুই আজকের ভিতরে ০১৭০০৫৯১২০৮ নাম্বারে ২ লক্ষ টাকা বিকাশ করে পাঠিয়ে দিবি। দাবিকৃত টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এঘটনায় তিনি তালা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

একইভাবে তালা সদর ইউনিয়নের মোবারাকপুর গ্রামের জিন্নাত মাস্টারের ছেলে যশোরে কর্মরত কটন ইউনিট অফিসার হুমায়ন কবির জানান, তার কাছেও গত ২১ সেপ্টেম্বর একই পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবিকৃত টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় সর্বহারা পার্টির পরিচয়দানকারী ওই ব্যক্তি।
তালা থানার উপ-পরিদর্শক প্রীতিশ রায় জানান, এ পর্যন্ত আমাদের কাছে সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবির ৩টি অভিযোগ এসেছে। সিডিআর এর মাধ্যমে সর্বহারা পার্টির প্রধান পরিচয়দানকারীর অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করার কাজ শুরু হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, এলাকায় সর্বহারা পার্টির কোন অস্তিত্ব নেই। কোন প্রতারক চক্র এটা করছে। সর্বহারা পার্টির নামে চাঁদা দাবি ও হুমকি-ধামকির অভিযোগে ৩ জন জিডি করেছেন। মোবাইল নাম্বার ট্র্যাক করে তাদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত: তালা উপজেলায় এক সময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামে সর্বহারা বাহিনীর অস্ত্রের ঝনঝনানি ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সর্বহারা বাহিনীর প্রধান বিদ্যুৎ বাছাড় এবং মোজাফফর সানা বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তাদের অপতৎপরতা বন্ধ হয়ে যায়। কিন্তু সম্প্রতি আবারও সর্বহারা পার্টির পরিচয়ে বিভিন্নজনের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

The post সর্বহারা পার্টির পরিচয়ে তালায় ১০ জনের কাছে চাঁদা দাবি: থানায় জিডি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2G3jsL9

No comments:

Post a Comment