বুধবার সকাল ১০টা থেকে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের আওতায় এক্টিভিস্টা সাতক্ষীরার যুবদের উদ্যোগে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টল এ্যাকশন ডেভলমেন্ট (হেড) এর বাস্তবায়নে ও একশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাতক্ষীরার বল্লী, লাবসা, নগরঘাটা, ব্রহ্মরাজপুর ও সাতক্ষীরা পৌরসভার ৫০জন শারিরীক প্রতিবন্ধী ও ২০০ জন অসহায়, বিধবা, বয়স্ক, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক ও কর্মহীন পরিবারসহ মোট ২৫০জনকে মাঝে ১৫দিনের খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারে চাল, ডাল, আলু, তেল, আটা, পেঁয়াজ, লবণ, ডিটারজেন্ট পাউডার, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও স্যানিটারী ন্যাপকিন প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহমান বাদশা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামিমুল ইসলাম সোহাগ, প্রোগ্রাম অফিসার শেখ সোহেল মাহমুদ, মনির হোসেন, ফিল্ড ফেসিলিয়েটর জয় সরদার, আরিজা আঁখি, তরিকুল ইসলাম অন্তর, শেখ তৌহিদুর রহমান প্রমুখ।
The post হেড সংস্থার উদ্যোগে ২৫০টি পরিবারে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/32TjhLb
No comments:
Post a Comment