Wednesday, September 23, 2020

কাশিমাড়ীতে ৩৯৭ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ https://ift.tt/eA8V8J

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে ইসলামিক রিলিফ বাংলাদেশ’র উদ্যোগে অম্পানে ক্ষতিগ্রস্ত ৩৯৭ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

বুধবার দুপুর ১২টার দিকে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ চত্তরে ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রউফ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক এসএম ইয়াহিয়ার রহমান খোকন, শ্রমিকলীগের সভাপতি এসএম সাহজাহান, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান মোড়ল, ইউপি সদস্য জাহাঙ্গীর কবীর লাকি, সংস্থার একেএম আহসান উদ্দীন, সিফাত এনাম, প্রকল্প কর্মকর্তা শাহারুল আলম, সহকারী প্রকল্প কর্মকর্তা নুরনবী সোহাগ, আনজির আহমেদ, খাজাদুল ইসলাম প্রমুখ।

বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল ৪০ কেজি, মসুরের ডাল সাড়ে ৪ কেজি, লবণ ১কেজি, ছোলার ডাল সাড়ে ৪ কেজি, সয়াবিন তেল সাড়ে ৪ লিটার, মুগডাল সাড়ে ৪ কেজি, চিনি ১ কেজি, সোয়া ২ কেজি, সাবান ১০টি, মাস্ক ৫০ টি, ট্যাপসহ বালতি ও মগ ১টি করে, স্যানিটারি ন্যাপকিন ৮টি, লাউ বীজ ২৫ গ্রাম, মিষ্টি কুমড়ার বীজ ২৫ গ্রাম, লাল শাকের বীজ ১২৫ গ্রাম, ঢেড়সের বীজ ৫০ গ্রাম, পুঁইশাকের বীজ ২৫ গ্রাম, ইউরিয়া ৪কেজি, টিএসপি ১কেজি, এমপি ১কেজি ইত্যাদি। একজন উপকারভোগী সর্বমোট ৭ হাজার টাকার মতো ত্রাণসামগ্রী পেয়েছেন।

The post কাশিমাড়ীতে ৩৯৭ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iYiBts

No comments:

Post a Comment