মৌসুমী হাজরা
নাটকের একদম শেষ পর্ব
অথচ দর্শকেরা জানেই না সে কথা।
তখনও তারা নায়িকার হাসি দেখছে
নিপুণ অভিনয় দেখছে,
ভাব-ভঙ্গি দেখছে।
নিজেদের মধ্যে বলাবলি হচ্ছে
আহা এমন জীবন যদি আমরা পেতাম,
টাকা আছে, নাম আছে, ক্ষমতা আছে।
সুখ?
প্রিয়জন?
বাইরের ঝা-চকচকে জীবন দেখে
দর্শকরা তখন অবাক।
আরও একটু অবাক করে নায়িকা দাঁড়ালো দর্শকদের মধ্যিখানে
তারপর কিছু একটা খুঁজতে লাগলো।
রূপের ঝলকে তখন দর্শকেরা বিমোহিত।
মেক আপের আড়ালে বিধ্বস্ত মুখ আর
চোখের তলায় জমা শত হাহাকার
চোখে পড়লো না কারোর।
তারপর হঠাৎই দড়ির সাহায্যে ঝুলিয়ে দিল শরীরটা,
সবার সামনে মৃত্যু হল শরীরের
মনের মৃত্যু তো আগেই হয়েছে।
ঠিক শেষ পর্বে নায়িকা কি খুঁজেছিল?
একটা মানুষ? হয়তো।
এসো হে পিতা আর একবার।
– বিকাশ কুমার দাশ
মৃত্যুঞ্জয়ী বিরত্বে তুমি অমরগাঁথা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সোনার বাংলার স্বপ্ন তোমার,
বৈষম্য এর নাগপাশ থেকে
মুক্ত করতে বঙ্গ জননীরে
হইলে কান্ডারী মোদের
লক্ষ শহীদের রক্তের বিনিময়ে
সোনালী সূর্য উদিল গগণে
স্বাধীন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক বঙ্গ গড়িলে
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্র, হিন্দু মুসলমান
সবাইকে সমান মর্যাদা করলে তুমি দান
বজ্রসম ভাষণ তোমার-
এবারের সংগ্রাম! স্বাধীনতার সংগ্রাম!
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম!
হে পিতা! স্বাধীনতা পেয়েছি আমরা
তথাপি আজও মুক্তি খুজি বারেবার।
শ্রেণী বর্ণভেদের অভিশাপে
মুচি, মেথর, তাঁতি, কামার জলিছে সঙ্গোপনে।
তাই তো এখন স্বপ্ন আমার,
তব জন্ম হোক আর একবার।
এ ধরনীর বুকে।।
নির্মূল করিবে জাতপাত বর্ণ বিভেদ,
জাগ্রত করবে তব বঙ্গজনের বিবেক।।
নারী শিশুর প্রতি চলছে যত বর্বরতা,
তব সেই বজ্্র আওয়াজ চাই একবার
হঠাতে সমাজের সকল নিষ্ঠুরতা।
এসো হে পিতা হাতে করি
সাম্যতার বারতা,
বিশ্ব মাঝে উঁচু করি শির
মোরা কহিব কথা।
গর্বিত আমি জন্মে তব বাংলাদেশে
বিশ্ববিবেক জাগাতে তুমি এসো
স্বপ্নের আবেশে।
চেয়ে আছে দেখো তব পানে
লক্ষ কোটি ব্রাত্যজন,
এসো হে পিতা আর একবার
দিয়ে যেতে মুক্তির সন্ধান।
সমাপ্ত
The post নাটকীয় মঞ্চ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2EyE2T3
No comments:
Post a Comment