Thursday, September 24, 2020

দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন: ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটা প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ১৩টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দেবহাটা প্রেসক্লাব ভবনে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমানের কাছে মনোনয়ণপত্র দাখিল করেন প্রার্থীরা।

উল্লেখ্য, আহ্বায়ক কমিটি ঘোষিত নির্বাচনী তফশিল মোতাবেক ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ওই দিনই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই বাছাই এবং ২৬ সেপ্টেম্বর প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতিক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। সর্বশেষ ১লা অক্টোবর উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাব ভবনে কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

The post দেবহাটা প্রেসক্লাবের নির্বাচন: ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3iZbJMI

No comments:

Post a Comment