পাটকেলঘাটা প্রতিনিধি: তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায় এবং জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসনে শিশু অধিকার ও মানবাধিকার নেটওয়ার্কভূক্ত এনজিও প্রতিনিধিদের সাথে কৌশলগত পরিকল্পনা ও যৌথ কার্যক্রম বিষয়ক দু’দিনব্যাপী উপজেলা পর্যায়ের কর্মশালা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার তালা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ইনসিডিন বাংলাদেশ আয়োজিত উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইনসিডিন বাংলাদেশ’র সাতক্ষীরা প্রতিনিধি মো. সাকিবুর রহমানের পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মো. রোকনুজ্জামান। এসময় তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, তালা থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজ উদ্দীন, তালা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এ ময়নুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা মহিলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা টুম্পা, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।
The post তালায় শিশুপাচার প্রতিরোধ ও সুরক্ষায় কর্মশালা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3i3Jgns
No comments:
Post a Comment