পত্রদূত ডেস্ক: র্যাব-৬ সিপিসি-১ এর অভিযানে ১১৪ পিস ইয়াবাসহ গোলাম রসুল মোল্লা (২৫) নামের একব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত গোলাম রসুল জেলার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
৩ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামালের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা (সিপিসি-১) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির তেতুলীয়া ব্রিজের দক্ষিণ পাশে ফকরাবাদ গ্রামস্থ তিন রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করেন। এসময় তার নিকট থেকে ১১৪ পিস ইয়াবা, মোবাইল ফোন-১টি, ও নগদ-৪,২০০ টাকা উদ্ধার করে র্যাব। পরবর্তীতে তাকে আশাশুনি থানায় হস্তান্তর করত: মামলা নং-৪, (তাং-৩-০৯-২০২০) রুজু করা হয়।
The post র্যাবের অভিযানে ১১৪ পিস ইয়াবাসহ আটক এক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2DrWKvd
No comments:
Post a Comment