Thursday, September 3, 2020

শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টাকা আত্মসাতের অভিযোগ https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যমনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার রমজানগর ইউনিয়নের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে পরিদর্শন অভিযোগের সত্যতা মিলেছে।

 

সিনিয়র সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ৯ আগস্ট ২০২০ তারিখের ভার্চুয়াল সভায় প্রদত্ত নির্দেশনা মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ও সংস্কার, লুটপাট, আত্মসাতের জন্য দেয়া হয়নি। বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিসহ বিদ্যালয়কে শিশুদের পাঠদান উপযোগী করার লক্ষ্যে প্রদান করা হয়েছে। বিধায় এ ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। স্লিপ বরাদ্দসহ অন্যান্য সকল বরাদ্দ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করতে। সকল প্রকার মেরামত ও সংস্কার কার্যক্রম যথাযথ মান নিশ্চিতকরণপূর্বক প্রধান শিক্ষক, এইউইও, ইউইও প্রতিবেদন দিবেন। কোন বিদ্যালয়ে মেরামত ও সংস্কার কাজ বাকি থাকলে তা ৩০ আগস্ট ২০ তারিখের মধ্যে অবশ্যই শতভাগ মান সম্মতভাবে সম্পূর্ণ নিশ্চিত করতে হবে। উক্ত তারিখের পর উর্দ্ধতন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শনপূর্বক বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শনপূর্বক বাস্তব অবস্থা যাচাই করবেন বলে চিঠিতে উল্লেখ আছেন। রমজানগর ইউনিয়নের ৬১ নাম্বার ভেটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৬ নাম্বার পাতাড়া খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৭ নাম্বার কালীঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯২ নাম্বার মরাগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৩ নাম্বার নতুন ঘেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭১ নাম্বার ট্যাংরাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাখালী আকবর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে এ নিয়ে অভিযোগ উঠেছে।

৯৩ নাম্বার নতুন ঘেরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রাধাপদ মন্ডল বলেন, আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রয়েছে। মিস্ত্রি সংকটের কারণে বাকি কাজ সম্পন্ন করতে পারিনি। ১৭১ নাম্বার টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, আমি মালামাল ইতোমধ্যে এনেছি কিন্তু মিস্ত্রি সংকটের কারণে কাজ শুরু করতে পারিনি। ১৯০ গোলাখালী আকবর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তুষার কান্তি বিশ্বাস বলেন, আমার স্কুলের কাজ চলমান রয়েছে আমি আপনাদের কাছে কোন বিষয়ে কৈফিয়ত দেবনা।

 

আমি সংশ্লিষ্ট এটিও পরামর্শই কাজ করছি আমি। এটিও সাহেবের কাছে জবাবদিহিতা করবো। ৭৬ নাম্বার পাতড়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমন্তকুমার দেবনাথ বলেন, আমার স্কুলের কাজ চলমান রয়েছে। সভাপতির সাথে কথা বলার জন্য ফোন নাম্বার চাইলেন বলেন, সভাপতি আপনার সাথে কথা বলতে চান না। রমজাননগর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাত দিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছে, গত ৩১ আগস্ট ২০২০ এর মধ্যে কাজ শেষ করার নির্দেশ রয়েছে, আমি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুই-একদিনের ভিতরে সরেজমিনে খোঁজ খবর নেব, যদি তাদের কাজে কোন রকম গাফিলতি থাকে তবে তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বারবার মুঠোফোনে ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

The post শ্যামনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টাকা আত্মসাতের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/350Kih9

No comments:

Post a Comment