বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আবু জায়েদ রাহি করোনা পজিটিভ হয়েছেন। টাইগারদের শ্রীলংকা সফরের জন্য মঙ্গলবার ক্যাম্পে থাকা ২৭ জন ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়। তবে রাহি বাদে সবার ফলাফল নেগেটিভ।
বুধবার এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সে এখন বিসিবির গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে চিকিৎসা নেবেন। পরবর্তীতে তাকে আবারও টেস্ট করানো হবে।
এর আগে দেবাশীষ জানিয়েছিলেন, টেস্ট সিরিজকে সামনে রেখে আয়োজক শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) ঢাকা ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে দুটি কোভিড-১৯ পরীক্ষা করাতে বলেছে।
তারই অংশ হিসেবে প্রথম ধাপের করোনা টেস্ট করানো হয়েছে।
ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়। এই নিয়ে ২৭ জন ক্রিকেটারসহ মোট ৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়।
এর আগে বিসিবি নিজ উদ্যেগে দুই দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করেছে।
The post করোনা পজিটিভ পেসার আবু জায়েদ রাহি appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2FKCnus
No comments:
Post a Comment