যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় থেকে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেপ্তার করেছে। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে থানার উপ-পরিদর্শক আজিজুর রহমান ও অরুণ বসু সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার মূলগ্রাম গ্রামের মৃত হাতেম মোড়লের ছেলে আজাহার মোড়ল (৪৮), আজাহার মোড়লের ছেলে রায়হান মোড়ল (২৫) রিয়ান মোড়ল (২১), কোমরপোল গ্রামের মৃত সুশীল দাসের ছেলে ভুন্ডুল দাস (৪৪), ভুন্ডুল দাসের ছেলে রানা দাস (২০), পঞ্চানন দাসের ছেলে স্বপন দাস (৩৫) ও মনু দাস (৩০), মির্জানগর গ্রামের শেখ মুজিবরের ছেলে শেখ মিজানুর (৩৫), শেখ আ: সাত্তারের ছেলে শেখ বাদলকে (৩০) গ্রেফতার করে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, আটককৃদের বিরুদ্ধে থানায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানা থাকায় তাদেরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে যশোরের কেশবপুরে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, শহরের নতুন উপজেলা সড়কেরে পাশে অবস্থিত ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে মালিক সুবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
একই দিনে একই সড়কে অবস্থিত বিল্লাল হোটেলের কাগজপত্র ঠিক না থাকা এবং খাদ্য মূল্য তালিকা না পাওয়ায় ঐ হোটেলের মালিক শহিদুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
এম. আব্দুল করিম, কেশবপুর (যশোর):
The post কেশবপুরে ৯ আসামী আটক: ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2G2cRk5
No comments:
Post a Comment