Thursday, September 3, 2020

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে তুলশীডাঙ্গা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের ৩য় খেলায় ১-০ গোলে কলারোয়ার ২১৮ টিম (২০১৮ সালের এসএসসি ব্যাচ)কে হারিয়ে সেমিফাইনালের উঠেছে তুলশীডাঙ্গা।

বৃহস্পতিবার বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ১৮ মিনিটে তুলশীডাঙ্গা ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় ইমন গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে আক্রমণ পাল্টা আক্রমনের মধ্যে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ওই ১ গোলেই ২শ১৮ ব্যাচকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গা।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ২নম্বর জার্সীধারি খেলোয়াড় সাইদুল। তাকে পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।
ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন মোশারাফ হোসেন। তাকে সহযোগিতা করেন আনোয়ার হোসেন ও মাসউদ পারভেজ মিলন।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন রেজাউল করিম লাভলু, নাজমুল হাসনাইন মিলন, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, সিয়াম, রিসাদ, ক্রিড়া ব্যক্তিত্ব ইমন, বাবু, সুজন, মনি, দিপ্ত, সাদ্দাম, আশিক, আরিফ কাজল, আরিজুল, মাসুদরানা, লিটন, সোহেল, আশরাফুল প্রমুখ।

আজ শুক্রবার বিকালে একই মাঠে ১ম রাউন্ডের ৪র্থ খেলায় কলারোয়ার গদখালী যুব উন্নয়ন সংঘ বনাম কলারোয়ার খাসপুর ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

The post কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে তুলশীডাঙ্গা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/31W1ToM

No comments:

Post a Comment