Thursday, September 3, 2020

কলারোয়ায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করা হয়েছে। ‘নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্ল¬াহ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন।

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের (২০২০-২১) অর্থ বছরের আওতায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা, জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সূধিমন্ডলী, মৎস্য চাষী ও সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন শেষে কলারোয়ার অভ্যন্তরীণ জলাভূমি, প¬াবিত ধান ক্ষেত, প¬াবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের মৎস্য চাষী ও সংগঠকদের মাঝে ৪৪৫ কেজি মাছের পোনা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

The post কলারোয়ায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/351kAsS

No comments:

Post a Comment