Friday, September 4, 2020

শ্যামনগরে জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি জগলুল হায়দার https://ift.tt/eA8V8J

শ্যামনগর উপজেলায় শুক্রবার সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন করলেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার।

মৎস্য অফিস সুত্রে প্রকাশ ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ৬১ টি প্রাতিষ্টানিক জলাশয়ে ৪৫৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে মৎস্য পোনা অবমুক্ত করণ কর্মসূচির উদ্বোধন করলেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এম জগলুল হায়দার। তিনি উপজেলা পরিষদ পুকুরে ২০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার কুমার মজুমদার, উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা মৎস্য অফিসের সহকারী প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অন্যান্য মোট ৬১ টি প্রতিষ্ঠানের জলাশয়ে রবিবার থেকে ৪৫৫কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

রনজিৎ বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর):

The post শ্যামনগরে জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন এমপি জগলুল হায়দার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2F21rfx

No comments:

Post a Comment