Friday, September 4, 2020

জলাবদ্ধতা নিরসনের দাবীতে পৌরসভার বদ্দিপুরে ঝাটা ও জুতা হাতে বিক্ষোভ (ভিডিও) https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা পৌরসভার বদ্দিপুর এলাকার জলাবদ্ধতা নিরসনের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টার সময় বদ্দিপুর তিন রাস্তার মোড়ে হাটু পানির উপর দাড়িয়ে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ৭ বছর সাতক্ষীরা পৌরসভার ৩নং ওয়ার্ডের বদ্দিপুর এলাকার সহ¯্রাধিক মানুষ পানির মধ্যে বসবাস করছে। বছরের ৭/৮ মাস এলাকা জলাবদ্ধ থাকে। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।

বক্তারা আরো বলেন, গত মে মাস থেকে এলাকা জলাবদ্ধ। কিন্তু পৌরসভার পক্ষ থেকে এলাকার আড়াই শাতাধিক পরিবারের মধ্যে সম্প্রতি ৩/৪টি পরিবারকে ১০ কেজি করে চাল এবং একজনকে ১ হাজার ও আর একজনকে আড়াই হাজার টাকা দিয়ে প্রচার করা হচ্ছে এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালাচ্ছেন তারা। যা সম্পূর্ণ মিথ্যা।

এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন, গত ২ সেপ্টেম্বর পৌরসভার পক্ষ থেকে এলাকাবাসীর যাতায়াতের জন্য দুটি ট্রলি প্রদান করা হয়েছে। কিন্তু আমারা বলেছিলাম ট্রলি না দিয়ে এলাকায় পানি সেচের যে মেশিন রয়েছে সেখানে খরচ করলে পানি কিছুটা হলেও কমবে। কিন্তু পানি সেচে সহায়তা না করে লোক দেখানোর জন্য ট্রলি প্রদান করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

বদ্দিপুর জনক্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মনু, সদস্য হোসেন আলী, আব্দুর রহিম, রবিউল ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মহিলাদের ঝাটা ও জুতা প্রদর্শন করতে দেখা যায়।

পত্রদূত ডেস্ক:

The post জলাবদ্ধতা নিরসনের দাবীতে পৌরসভার বদ্দিপুরে ঝাটা ও জুতা হাতে বিক্ষোভ (ভিডিও) appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2GtlC6W

No comments:

Post a Comment