Saturday, March 27, 2021

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দলের শুভ সূচনা https://ift.tt/eA8V8J

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ২০২০-২০২১ কুমিল্লায় অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল বনাম কুমিল্লা জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ দুপুর ২টায় কুমিল্লার শহিদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়াম অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে গোল শূন্য। দ্বিতীয়ার্ধে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দলের শুভ সূচনা হয়। খেলায় সাতক্ষীরা জেলা দলের পক্ষে ৩টি গোল করেন সুমন, জাকির ও মহানন্দ। ১০টি দলের অংশগ্রহণে ৯ম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হচ্ছে। গেমসে বি গ্রুপে অংশগ্রহণ করছে, সাতক্ষীরা, রংপুর, কুমিল্লা, কক্সবাজার জেলা ও বিকেএসপি।
এ গ্রুপে থাকছে নেত্রকোনা, বাংলাদেশ আর্মি, সিলেট, পাবনা ও খুলনা জেলা দল। আগামী ২৯ মার্চ সাতক্ষীরা জেলা দল দুপুর ২টায় রংপুর জেলা দলের মোকাবেলা করবে। সাতক্ষীরা জেলা দলের কোচ হিসেবে রয়েছেন, ইকবাল কবির খান বাপ্পি। টীম ম্যানেজার শেখ মাসুদ আলী ও আবুল কাশেম বাবুর আলী। এদিকে সাতক্ষীরা জেলা দলকে অভিনন্দন জানিয়েছেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাছেরুল হকসহ এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

The post বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে কুমিল্লা জেলা দলকে ৩-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা দলের শুভ সূচনা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tTETBM

No comments:

Post a Comment