Tuesday, March 30, 2021

কলারোয়ায় কোরআন তেলোয়াত ও গজল প্রতিযোগিতা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুরে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গজল ও হামদ-নাথ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর হাইস্কুল চত্ত্বরে স্থানীয় ভোরের আলো যুব সংঘ আয়োজিত সোমবার সন্ধ্যায় কোরআন প্রতিযোগিতায় ১০জন ও গজল, হামদ-নাথ প্রতিযোগিতায় ১০জন হাফেজ অধ্যায়নরত ছাত্র অংশ নেন। অংশ নেয়া প্রতিযোগিরা পার্শ্ববর্তী বুঝতলা হাফেজিয়া মাদরাসা, বড়াল হাফেজিয়া মাদরাসা, রামভদ্রপুর হাফেজিয়া মাদরাসা, গয়ড়া বাজার হাফেজিয়া মাদরাসা, নাথপুর হাফেজিয়া মাদরাসা, সোনাবাড়িয়া হাফেজিয়া মাদরাসা, সিংগা হাফেজিয়া মাদরাসা, কোটা হাফেজিয়া মাদরাসা, দেউলি হাফেজিয়া মাদারাসার শিক্ষার্থী।
কোরআন থেকে তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন শামীম হোসেন, দ্বিতীয় স্থান অধিকার করেন মাহিন ও তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে রনি ও আবু সাঈদ।
গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন যৌথভাবে ইয়াসিন আরাফাত ও জিহাদ হাসান, দ্বিতীয় স্থান অধিকার করেন যৌথভাবে নাঈম হোসেন ও মাহবুর, তৃতীয় স্থান অধিকার করেন যৌথভাবে রাকিব হোসেন, হাসিবুর রহমান ও সামিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর। প্রধান অতিথি ছিলেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।

The post কলারোয়ায় কোরআন তেলোয়াত ও গজল প্রতিযোগিতা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3czsGfS

No comments:

Post a Comment