Sunday, March 28, 2021

কলারোয়ার সোনাবাড়ীয়ায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর আহত https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলমগীর আজাদ (৪৮) নামে এক স্বতন্ত্র প্রার্থীকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ওই প্রার্থীকে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। সে উপজেলার বড়ালী গ্রামের মৃত গোলাম জব্বার বিশ^াসের ছেলে। তিনি সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে (চশমা) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। শনিবার বিকালে ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার শুরু করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে পথিমধ্যে মাদরার মোড়ে পৌছালে কামু ও মোস্তাফিজ নামে দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় সেখানে সাথে সাথে ১০-১২ জন যুবক চলে এসে কোন কথা ছাড়াই তারা হামলা চালায়। এতে তাদের এলোপাতাড়ী হামলায় মাস্টার আলমগীর আজাদ (৪৮) গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মৃত্যু ভেবে তারা রাস্তায় ফেলে রেখে চলে যায়। পরে ওই রাতে এলাকার কিছু লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।

The post কলারোয়ার সোনাবাড়ীয়ায় নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lZi5xK

No comments:

Post a Comment