আরিফ মাহমুদ: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলাদেশের এক অনন্য আর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ’ শীর্ষক দেশব্যাপী উদযাপন অনুষ্ঠান উপলক্ষে কলারোয়ায় শনিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা চত্ত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক অফিসের সহকারী শিক্ষা অফিসার শোভা রায়।
সরকারি বিভিন্ন দপ্তর ও সংশি¬ষ্টদের ১৮টি স্টল মেলায় স্থান পেয়েছে। এতে উন্নয়নমূলক বিভিন্ন কর্মযজ্ঞতার নিদর্শন তুলে ধরা হয়েছে।
The post উন্নয়নশীল দেশে উত্তরণে কলারোয়ায় উন্নয়ন মেলা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3u2AQU2
No comments:
Post a Comment