Monday, March 29, 2021

তালা-কলারোয়ায়সহ সারাদেশে ১১ এপ্রিল নির্বাচন হচ্ছে না https://ift.tt/eA8V8J

করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে।

সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। তবে আগামী ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে বলে জানায় ইসি।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে যে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।’

১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

The post তালা-কলারোয়ায়সহ সারাদেশে ১১ এপ্রিল নির্বাচন হচ্ছে না appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3w7VUKs

No comments:

Post a Comment