নিজস্ব প্রতিনিধি: শহরে এক ব্যক্তির বসত বাড়ি ভাংচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে শহরের বাগবাটি এলাকায়। ভুক্তভোগীর ভাইপো তাপস জানায়, পলাশপোল মৌজার ১৫৫২ নং এসএ খতিয়ানের, হাল খতিয়ান ১৫২৯ এর ২১১৬ সাবেক দাগ ও ৩২৭২ নং হাল দাগে শহরের বাগবাটি এলাকার সাধন মাখালের ছেলে বিষ্ণপদ মাখালের একটি বসত ঘর ছিল। গত সোমবার গভীর রাতে একই এলাকার সব্বেশ বুদুর ছেলে সুধাংশু মাখালসহ ৮-১০ জন ওই ঘর ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। বিষ্ণুপদ মাখালসহ তার পরিবার বাঁধা দিতে গেলে তাদের কথায় কর্ণপাত না করে তারা ওই ঘর ভেঙে ফেলে এবং তাদেরকে হত্যা সহ বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এঘটনায় বিষ্ণপদ মাখাল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছে। তারা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে।
The post শহরে বসত বাড়ি ভাংচুর করার অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3m5BDAE
No comments:
Post a Comment